ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

২০ জানুয়ারি ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ২০ জানুয়ারি ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ  বুধবার ২০ জানুয়ারি, ২০২১। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৯তম (অধিবর্ষে ২০তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২৬৫ -  ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়।
১৮৪১ - হংকং ব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়।
১৯৩৪ - আলোকচিত্র এবং ইলেকট্রনিকস কোম্পানি হিসেবে ফুজিফিল্ম কোম্পানির যাত্রা শুরু।
১৯৬৯ - তৎকালীন পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) পুলিশ কর্তৃক আমানুল্লাহ আসাদুজ্জামান নিহত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য এ ঘটনাটি বেশ প্রভাব বিস্তার করেছিল বলে ইতিহাসবেত্তাদের ধারণা। শহীদ আসাদকে ঘিরেই বাংলাদেশের আধুনিক কবি শামসুর রাহমান রচনা করেছেন আসাদের শার্ট কবিতাটি।
২০০৯ - মার্কিন যুক্তরাস্ট্রের ৪৪তম এবং প্রথম আফ্রো-আমেরিকান হিসেবে বারাক ওবামার রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ।
 
জন্ম
১৮৭৩ - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, ডেনীয় ঔপন্যাসিক, কবি এবং প্রাবন্ধিক।
১৯৪৯ - ইয়োরান প্যাশন, সুইডেনের প্রধানমন্ত্রী।
১৯৮১ - ওয়েন হারগ্রিভস, একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
১৯৮৭ - হাফিজ খান, সফটওয়্যার ডেভেলপার এবং প্রোগ্রামার

মৃত্যু
১৯৬৯ - আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা।
১৯৯৩ - অড্রে হেপবার্ন, খ্যাতিমান মার্কিন অভিনেত্রী।
১৯৯৪ - স্যার আলেক্সান্ডার ম্যাথিউ বাজবি, একজন স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার।

সর্বশেষ
জনপ্রিয়