ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

হ্যাকাররা জাকারবার্গের ফোন নম্বর ওয়েবসাইটে উন্মুক্ত করলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৭ এপ্রিল ২০২১  

মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গ

বিশ্বের ১০০টি দেশের প্রায় ৫৩ কোটি ৩০ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। যার মধ্যে বাংলাদেশের ৩৮ লাখ ব্যবহারকারীর তথ্য রয়েছে। এমন‌কি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের তথ্যও বেহাত হয়েছে।

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক জাকারবার্গের ব্যক্তিগত ফোন নম্বর একটি ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

সবার জন্য উন্মুক্ত এসব তথ্য ফাঁস করা হয়েছে একটি স্বল্পপরিচিত সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফোরামে।

বেহাত হওয়া ডাটাগুলো পর্যালোচনা করে জানা গেছে, এসব তথ্যের মধ্যে রয়েছে ফেসবুক আইডি নম্বর, প্রফাইলে দেয়া নাম, ই-মেইল অ্যাড্রেস, বসবাসের ঠিকানা, ব্যবহারকারী পুরুষ না নারী, পেশাসহ বেশ কিছু তথ্য।

জানা গেছে, একজন ব্যবহারকারী ফেসবুক প্রফাইল তৈরি করার সময় যেসব তথ্য দিয়ে থাকেন মূলত সেগুলোই হ্যাক করা হয়েছে।

এদিকে তথ্য ফাঁসের ঘটনাটি নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষও। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ফেসবুকের পক্ষ থেকে ২০১৯ সালে ঠিক করে নেয়া একটি দুর্বলতার মাধ্যমে এসব তথ্য ফাঁস করা হয়েছে। কয়েক বছরের পুরনো হলেও ফাঁস হওয়া এসব তথ্যের মাধ্যমে বিপদে পড়তে পারেন ব্যবহারকারীরা।

সর্বশেষ
জনপ্রিয়