ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বিভ্রাট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ১০ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের হাজারো ব্যবহারকারী বৃহস্পতিবার বিভ্রাটে পড়েন। এ সময় ফেসবুক প্ল্যাটফর্মের বিভিন্ন সেবার পাশাপাশি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ঢুকতে পারেননি অনেকেই।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট বলছে, অনেক ব্যবহারকারীই বিষয়টি নিয়ে টুইট করেছেন। ত‌বে ফেসবুক কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করেছে।

ফেসবুক জানিয়েছে, কনফিগারেশন চেঞ্জের কারণে বেশ কিছু সেবা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার সব সেবা অনলাইনে চলে আসার কথা।

জানা যায়, অংখ্য ব্যবহারকারী এ সমস্যায় পড়ে‌ছেন। বার্তা সংস্থা রয়টার্স এর সংখ্যাটা জানিয়েছে। এর মধ্যে ১ লাখ ১২ হাজার ফেসবুক ব্যবহারকারী, ১ লাখ ১ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ও ৫১৬ জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যার কথা তুলে ধরেন।

চলতি বছ‌রে এর আগেও ক‌য়েকবার ফেসবুক ও মে‌সেঞ্জার ব্যবহার করতে সমস্যায় পড়ে‌ছি‌লেন ব্যবহারকারীরা।

সর্বশেষ
জনপ্রিয়