ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘স্বাদে আহ্লাদে’ নাঈম-মম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ১২ মে ২০২০  

ভালো রান্না করতে পারে সঞ্চিতা। সে চাকরির চেষ্টা করতে করতে ক্লান্ত। তবুও নিয়মিত ভাইভা দিয়ে যাচ্ছে। সঞ্চিতার ছোট বোন অনন্যা ভোজনরসিক। তার উৎসাহে সঞ্চিতা একদিন ‘স্বাদে আহ্লাদে’ নাম দিয়ে একটি হোম ডেলিভারি ব্যবসা শুরু করে।

ব্যবসায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সে। এরই মাঝে পরিচয় হয় ধ্রুবর সঙ্গে। তারপর মন দেয়া নেয়া ও বিয়ে। এভাবেই এগিয়ে যায় ‘স্বাদে আহ্লাদে’ নামের সিঙ্গেল নাটকের গল্প।

সুব্রত সঞ্জীবের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন যারযিস আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। এ নাটকে সঞ্চিতা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম এবং ধ্রুব চরিত্রে এফ এস নাঈম।

এ ছাড়া অনান্য চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম, পাপিয়া জেসমিন, সুলাইমা জান্নাত শিফা, মনির জামান, সজীবসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন সাগর রানা।

নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে ঈদে মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে ‘স্বাদে আহ্লাদে’ নাটকটি।

সর্বশেষ
জনপ্রিয়