ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বর্ণের ভরিতে দাম কমেছে ১৫১৬ টাকা

নিজস্ব ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ৩ মার্চ ২০২১   আপডেট: ১৬:১৮, ৩ মার্চ ২০২১

অনলাইন ছবি

অনলাইন ছবি

দেশের বাজারে স্বর্ণের ভরিতে আরো ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ৭২ হাজার ৬৬৭ টাকা থেকে কমে ৭১ হাজার ১৫০ টাকায় দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় এ দাম কমেছে। এ নিয়ে চলতি বছর তিনবার স্বর্ণালংকারের দাম কমলো।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকার ৭১ হাজার ১৫০ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের ভরি ৪৮ হাজার ৯৩০ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমছে।

গত ১৩ জানুয়ারি বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রতি ভরি স্বর্ণালংকারে প্রায় দুই হাজার টাকা দাম কমিয়েছিল। এর ফলে মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকার ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণালংকার ৫০ হাজার ৪৪৭ টাকায় বিক্রি হয়েছে। 

এদিকে স্বর্ণালংকারের দাম কমলেও রুপার দাম আগের মতো রয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি ১ হাজার ৫১৬ টাকা, ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা,  সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি করা হবে।

সর্বশেষ
জনপ্রিয়