ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১২, ৩০ জুলাই ২০২২  

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে ম্যাক্রোঁ

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে ম্যাক্রোঁ

ফ্রান্স সফরে গেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈঠক শুরু হওয়ার আগে ম্যাক্রোঁর সহযোগীরা জানান, সৌদি প্রিন্সকে মূলত তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানাবেন তিনি।

২০১৮ সালে সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর তুমুল সমালোচনার মধ্যে পড়েন যুবরাজ। ওই ঘটনার চার বছর না পেরোতেই চলতি মাসের শুরুতে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাক্ষাতের পর তুমুল নিন্দার মুখে পড়ের তিনি। এবার সেই নিন্দার তালিকায় নাম লেখালেন ম্যাক্রোঁ। ম্যাক্রোঁর মতন বাইডেনও সালমানকে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করেন। 

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা ব্যবস্থা হিসেবে অঞ্চলটিতে গ্যাসের সরবরাহ কমিয়েছে রাশিয়া। এতে চরম বিপাকে পড়েছে সেখানের দেশগুলো। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে জ্বালানির বিকল্প খুঁজছে ইউরোপ। ধারণা করা হচ্ছে সংকট মোকাবিলায় ভূমিকা রাখতে পারে সৌদি।

ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি ছাড়াও খাদ্য নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় তারা দুই জনেই যুদ্ধের প্রভাব কমাতে কাজ করবেন বলে রাজি হয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার (২৮ জুলাই) আন্তরিক করমর্দনের মধ্যদিয়ে প্যারিসের এলিসি প্রাসাদে আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে স্বাগত জানান।

সর্বশেষ
জনপ্রিয়