ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৌদি ব্যবসায়ী ও কোম্পানির নতুন গন্তব্য এখন বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ২৯ মার্চ ২০২৩  

সৌদি ব্যবসায়ী ও কোম্পানির নতুন গন্তব্য এখন বাংলাদেশ

সৌদি ব্যবসায়ী ও কোম্পানির নতুন গন্তব্য এখন বাংলাদেশ

সৌদি ব্যবসায়ী ও কোম্পানিগুলোর নতুন গন্তব্যস্থল এখন বাংলাদেশ। সৌদি বিনিয়োগকারীরা এখানে বিভিন্ন সুযোগ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল দুহাইলান।

দূতাবাসে সাংবাদিকদের সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে কেন আসতে চায় সে বিষয়ের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘প্রথম বিষয় হচ্ছে—এখানে স্থিতিশীলতা এবং নিরাপত্তা আছে। এখানকার বিনিয়োগ আইন-কানুন ভালো—এটি বিনিয়োগকে সুরক্ষা দিয়ে থাকে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের সরকার অনেক সুবিধা দিয়ে থাকে।’

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং বহুমুখী জানিয়ে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক শুধুমাত্র হজ, ওমরাহ, শ্রমবাজার বা সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের মধ্যে সম্পর্কের নতুন ফোকাস হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ।’

তিনি জানান যে কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে ৬০ জনের বেশি সরকারি ও বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। ব্যবসায়ী দলটি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছে এবং চারটি সমঝোতা স্মারক সই হয়েছে যার মাধ্যমে ১৪০ কোটি ডলার বিনিয়োগ হতে পারে।

সৌদি বিনিয়োগকারীদের আগ্রহের জায়গা হচ্ছে—গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিক, চিনি শিল্প ও পেপার শিল্প বলে জানান তিনি।

রেড সি গেট কোম্পানি :

সৌদি আরবের রেড সি গেট কোম্পানি চট্টগ্রাম বন্দরে একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্য আলোচনা চালাচ্ছে এবং এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে আমরা আশা করছি তারা এখানে তাদের কার্যক্রম শুরু করবে। বাংলাদেশি একটি প্রতিনিধিদল শিগগিরই সৌদি আরবে যাবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আলোচনার জন্য।’

তিনি বলেন, ‘রেড সি কোম্পানি বাংলাদেশে ১২০ কোটি ডলার বিনিয়োগ করতে চায়।’

বাংলাদেশি ব্যবসায়ীরাও সৌদি আরবে গিয়ে ব্যবসা করতে পারে এবং সেটিকে সৌদি আরব স্বাগত জানায় বলে তিনি জানান।

সর্বশেষ
জনপ্রিয়