ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

সোফিয়ার চেয়েও দক্ষ রোবট ‘গ্রেস’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ১২ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৭ সালের অক্টোবরে বিশ্ব গণমাধ্যমের শিরোনামের বিষয়বস্তু ছিল রোবট-মানবী সোফিয়া। মূলত সোফিয়াকে সৌদি আরবের নাগরিকত্ব প্রদানের পরই এটি কোনো দেশের নাগরিকত্ব পাওয়া প্রথম রোবট হিসেবে আলোচিত হয়। এবার আরো অবাক হতে হবে ‘গ্রেস’-কে দেখে।

সেই হ্যানসন রোবটিকসই এবার নিয়ে এসেছে ‘গ্রেস’কে। তার দক্ষতা সোফিয়ার চেয়েও বেশি। ইংলিশ, ম্যানডারিন এবং ক্যান্টোনিজ—এ তিন ভাষায় কথা বলতে পারে গ্রেস। এশিয়ার দেশ হংকংয়ে তৈরি বলে গ্রেসের চেহারাও একেবারে এশীয়দের আদলের। নীল পোশাক পরা গ্রেসকে প্রায় কাঁধ পর্যন্ত নামা বাদামি চুলে খুব স্মার্ট দেখায়।

করোনা সংকট শুরুর পর থেকে স্বাস্থকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মূলত তাদের সহায়তা করতেই হ্যানসন রোবটিকস নিয়ে এসেছে গ্রেসকে। করোনাকালে বয়স্ক এবং যারা সংক্রমণের ঝুঁকি এড়াতে দীর্ঘদিন ধরে গৃহবন্দি, তাদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবা দেবে গ্রেস।

মানুষের সঙ্গে নির্দিষ্ট বিষয়ে অনায়াসে কথা বলতে পারে গ্রেস। এটি মূলত আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্সের ফল। তাছাড়া বুকে একটা থার্মাল ক্যামেরা ফিট করা আছে; এর মাধ্যমে গ্রেস রোগীর শরীরের তাপমাত্রা মাপতে পারেন।

আগামী বছরের মধ্যে হংকং, চীন, জাপান এবং কোরিয়ায় এ ধরনের রোবট উৎপাদন পুরোদমে শুরু করা হবে।

সর্বশেষ
জনপ্রিয়