ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সেই ২ মায়া হরিণের ঠাঁই হলো সাফারি পার্কে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৯, ৪ জুলাই ২০২২  

গাজীপুরের শ্রীপুরের সারা রিসোর্ট থেকে উদ্ধার করা দুই মায়া হরিণকে সাফারি পার্কে হস্তান্তর করেছে বন বিভাগ।

রোববার রাতে হরিণ দুটিকে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়। এর আগে, এদিন দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার সারা রিসোর্ট থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মো. সাদেকুল ইসলাম।

তিনি বলেন, রোববার দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার সারা রিসোর্টে অভিযান চালিয়ে দুটি মায়া হরিণ উদ্ধার করা হয়। এরপর রাতেই হরিণ দুটি সাফারি পার্কে হস্তান্তর করা হয়।

সাদেকুল আরো বলেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই দুটি মায়া হরিণ পালন করছিল সারা রিসোর্ট কর্তৃপক্ষ। যদিও হরিণ দুটি কিনে এনেছিল বলে দাবি তাদের। তবে এর কোনো প্রমাণ দেখাতে পারেনি। একইসঙ্গে নিজেদের দোষও স্বীকার করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। এছাড়া ভবিষ্যতে দেশীয় বন্যপ্রাণী রাখবে না বলেও অঙ্গীকারনামা দিয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়