ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাপ্তাহিক ছুটির দিনে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২৯ আগস্ট ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে। করোনার ভয়কে উপেক্ষা করে পরিবার, বন্ধু, স্বজনদের নিয়ে পর্যটন কেন্দ্রে ভিড় করছেন অসংখ্য মানুষ। মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমবন্দি করতে ব্যস্ত তারা। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। 

পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র খুলছে ২২ আগস্ট। তবে দর্শনার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ ১৬টি শর্ত বেঁধে দেয়া হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে আনোয়ারার পারকি সৈকত, রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়েরি পার্ক, সীতাকুণ্ড ও বাঁশখালীর ইকো পার্ক, মিরসরাইয়ের মহামায়া লেকসহ চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। 

সবচেয়ে বেশি ভিড় করেছে নগরীর পতেঙ্গা সৈকতে। দিগন্তজোড়া সমুদ্র সৈকত আর মুক্ত হাওয়া ছোঁয়া নিতে নগরের ব্যস্ত মানুষরা পরিবার-পরিজন নিয়ে এসেছেন। অনেকেই সময়টিকে ক্যামেরাবন্দি করতে ভুলছেন না। তবে করোনা আতঙ্কের কথা যেন ভুলেই গেছে অনেকে। 

চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকে ঘুরতে আসা হাবিব নামের এক তরুণ বলেন, অনেকদিন পর বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বেশ ভালো লাগছে। অনেকক্ষণ মাস্ক পড়ে থাকায় গরম লাগায় খুলে রেখেছি। আর ছবি তোলার জন্যও মাস্ক খুলে রেখেছি। তবে প্রায় সময়ই আমরা মাস্ক ব্যবহার করছি, সচেতন হয়েই চলছি।

এদিকে টানা প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র ৬ শর্তে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে। এদিন দূর দুরান্ত থেকে খাগড়াছড়িতে আসতে শুরু করেছে পর্যটকরা। তাদের আনাগোনায় বেড়েছে হোটেল আর রিসোর্টের বুকিং। ভালো আয় হচ্ছে স্থানীয় চাঁদের গাড়ির চালকদেরও।

করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পড়া, হাত জীবাণুমুক্ত করাসহ যে ছয় শর্তে খাগড়াছড়ির পর্যটনগুলো খুলে দেয়া হয়েছে তা মানছেন না অনেকে। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে না কার্যকরী ব্যবস্থা। এসব এলাকায় স্বাস্থ্যবিধি মানার প্রচারণার অভাব রয়েছে বলেও মনে করছেন অনেকে।  

তবে খুলে দেয়ার ১২ দিন হয়ে গেলেও জমে উঠেনি কক্সবাজার সমুদ্র সৈকত। শুরুতে পর্যটনের আনাগোনা বাড়লেও কিছুটা ভাটা পড়েছে এখন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও তেমন দর্শনার্থীর দেখা মেলেনি কক্সবাজার সৈকতে। 

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট, মৌলভীবাজারসহ দেশের অনান্য বিনোদন কেন্দ্রগুলোতেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। সামনে আরো লোক সমাগম বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। 

সর্বশেষ
জনপ্রিয়