ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সাত কলেজে কোটায় ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার শনিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২২  

সাত কলেজে কোটায় ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার  শনিবার

সাত কলেজে কোটায় ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার শনিবার

আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অফিসে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। অপরদিকে ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় প্রতিবন্ধী কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারে শিক্ষার্থীদের যেসব কাগজ-পত্রাদি সঙ্গে আনতে হবে-

১) ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
২) এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র।
৩) ইন্টারনেটে পূরণকৃত ভর্তি বিষয় পছন্দ পূরণ ফর্ম (২ কপি)।
৪) মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মূল সনদপত্র।
৫) প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে জেলা সিভিল সার্জন অথবা সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র। 

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। 

সর্বশেষ
জনপ্রিয়