ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সাংগঠনিক কর্মকাণ্ডে দুর্বল হয়ে পড়েছে নোয়াখালী বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ৮ ডিসেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এক যুগেরও বেশি সময় ধরে নেই দলীয় কার্যালয়। তাই শীর্ষ নেতাদের বাসায় যেতে হয় কর্মী-সমর্থকদের। ঠিকানাবিহীন এ অবস্থায় সাংগঠনিক কর্মকাণ্ডে দুর্বল হয়ে পড়েছে নোয়াখালী জেলা বিএনপি।

মাঝে মধ্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের ব্যক্তিগত বাসভবনে দু-একটি সভা হয়। দলীয় কার্যালয় না থাকায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।

২০০৭ সালে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় জেলার মাইজদীর জামে মসজিদ সংলগ্ন বিএনপি ও জাতীয় পার্টির দলীয় কার্যালয় ভাঙা পড়ে। পরবর্তীতে জাতীয় পার্টি তাদের কার্যালয় টাউন হল মোড়ে সমবায় মার্কেটে স্থানান্তর করলেও বিএনপি তা করতে সমর্থ হয়নি।

শহর থেকে এক কিলোমিটার দূরে রশিদ কলোনিতে তৎকালীন জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের বাসভবন। সেখানেই এখন দলীয় কার্যক্রম চলে। মো. শাহাজাহান ঢাকায় থাকেন। নোয়াখালীতে এলেই তার বাসায় ঘনিষ্ঠ নেতাকর্মীদের আনাগোনা বাড়ে।

এদিকে, বড় ধরনের কোনো সভা ছাড়া নেতার বাসভবনে যাওয়ার সুযোগ পান না তৃণমূল নেতাকর্মীরা। ফলে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন, এক যুগেরও বেশি সময় ধরে নোয়াখালীতে বিএনপির কোনো কার্যালয় নেই। এতে সাংগঠনিক কর্মকাণ্ড এক ধরনের ঘরবন্দি হয়ে পড়ছে।

সর্বশেষ
জনপ্রিয়