ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরকারি বরাদ্দের ঘর পেয়ে অনেক খুশি মাস্টারের মা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ৩ ডিসেম্বর ২০২০  

সরকারি বরাদ্দের ঘর

সরকারি বরাদ্দের ঘর

সরকারি বরাদ্দের ঘর পেয়ে জেলা প্রশাসকের কাছে নিজের আবেগের কথাগুলো বলছিলেন নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের মাস্টারের মা। তার ঘরটি এমনিতেই নড়বড়ে ছিল। ঝড়-তুফানের সময় ভয়ে থাকতেন। তবে এখন আর সেই ভয় থাকবে না। তিনি স্বপ্নেও ভাবেননি এমন একটি ঘর পাবেন। আধাপাকা নতুন ঘর পেয়ে অনেক খুশি তিনি। 

বুধবার নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার কাইটাইল ইউনিয়নের জঙ্গলটেঙ্গা ও মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন গ্রামে ভূমিহীন ও গৃহহীন ক শ্রেণির ৫৬টি পরিবার পুনর্বাসন পরিদর্শন ও উদ্বোধন করেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নেত্রকোনা মো. আহছান হাবিব, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান,  উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, সহকারী কমিশনার ভূমি উম্মে ছালমা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মাহাবুব মুরশেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপ-সহকারী প্রকৌশলী রনি রায়হান, ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল, বদরুজ্জামান শেখ মানিক, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক পরিতোষ দাসসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়