ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রীমঙ্গলে সুলভমূল্যে ওএমএস এর চাল-আটা বিক্রি শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২৯ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওএমএস এর মাধ্যেমে সুলভমূল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল শহরের সাগদিঘি রোড (শান্তিবাগ) এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমদ ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল আহমদ।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ডে ২০০ জন লোকের মধ্যে আটা ও ৩০০ জন লোকের মধ্যে চাল বিক্রি অব্যাহত থাকবে বলে পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম জানান। তিনি আরও বলেন পৌরসভার নির্ধারিত ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলবে। চলমান লকডাউনের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা প্রতি কেজি ১৮ টাকা করে বিক্রি হচ্ছে।

সর্বশেষ
জনপ্রিয়