ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

শৈলকুপায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ১৬ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়েছে। শনিবার বিকেল ৪টায় এ সংবাদ লেখা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা রকনুজ্জামান। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

ঝিনাইদহের ডিসি সরজ কুমার নাথ ডেইলি বাংলাদেশকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। এখন গণনা চলছে।

শৈলকুপায় ১টি মেয়র পদের বিপরীতে ৪ জন, ৮ জন সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩২ জন, ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত পৌর আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আজম (নৌকা), বিএনপি মনোনীত খলিলুর রহমান খলিল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর খান (জগ প্রতীক) ও আবু জাফর (লাঙ্গল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ
জনপ্রিয়