ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

শেয়ারবাজার খোলার সিদ্ধান্ত, লেনদেন চলবে আড়াই ঘণ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ১৪ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্যাংকের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজার খোলার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  

বৃহস্পতিবার থেকে শেয়ারবাজার চালু হয়ে আড়াই ঘণ্টা চলবে লেনদেন। ব্যাংক খোলার সিদ্ধান্তের পর শেয়ারবাজার খোলার এ সিদ্ধান্ত নিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। 

এ প্রসঙ্গে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ব্যাংকের সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। 

এর আগে, মঙ্গলবার দুপুরে ব্যাংক খোলার রাখার বিষয়ে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয়। সেই চিঠির পর ব্যাংক খোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ
জনপ্রিয়