ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগ মনোনীত দুই ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ১৩ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত দুই ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এরা হলেন- ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নের আমানউল্লাহ বাদশা ও ২ নং নন্নী ইউনিয়নের বিল্লাল হোসেন চৌধুরী। উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত বৃহস্পতিবার উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোনয়নের মোট ৪৯ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। 

জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী গত ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তাদের মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে ৫ নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে একাধিক প্রার্থী না থাকায় সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমানউল্লাহ বাদশা বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হয়েছেন। আপরজন ২ নং নন্নী ইউনিয়নে মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও তিন দফায় বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত বর্তমান চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন, বিএনপি নেতা নজরুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাকিম মোঃ আব্দুর রব এ তিনজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ৬ নং কাকরকান্দি ইউপি নির্বাচনে প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রাজনগর ইউপিতে বর্তমান ইউপি সদস্য আফছর আলী এবং বাঘবেড় ইউপিতে আতাউর রহমান এ তিন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ১০টি ইউনিয়নে মোট ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও সাধারণ সদস্য  (মেম্বার) পদে মোট ৩৭৯ জন প্রার্থীর মধ্যে ৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ১৪৭ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। 

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়