ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি সম্প্রসারণ বিভাগের সেবা কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ১৩ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা কৃষি অফিসের হলরুমে অংশগ্রহণমূলক উন্নয়ন, ইউনিয়ন পর্যায়ে কৃষি সম্প্রসারণ বিভাগের সেবা কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।

সিভিএ'র আয়োজনে ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স (বিংস প্রজেক্ট) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতীর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রজেক্ট সমন্বয়কারী সূজিত চিসিমের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. ফারুক-আল-মাসুদ। বিশেষ অতিথি অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, ভেলু চেইন স্পেশালিস্ট বিংস প্রজেক্ট জামালপুর অফিস- সাখাওয়াত হোসেন, প্রজেক্ট অফিসার উজ্জ্বল শিকদার, প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিয়ারা ও ঝিনাইগাতী ইউ,পি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন প্রমুখ।

কৃষিকাজে সেবার মান ও ফসল উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় সকল ইউনিয়নের জনপ্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়