ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

শেরপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৪৬ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ২৬ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপরে সদর সহ ৫ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানান শেরপুর স্বাস্থ্য বিভাগ। এবং ১ জনের মৃত্যু। আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে উপজেলায় ৬৮ জন, নকলায় ১৫ জন, ঝিনাইগাতী ২৩ জন, নালিতাবাড়ী ২৯ ও শ্রীবরদী ১১ জন। ১৪৬ সহ সব মিলিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৯১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র্যাাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩১ দশমিক ৭৩ ভাগ।

সিভিল সার্জন ডাঃ এ কে এম আনওয়ারুর রউফ জানিয়েছেন, একদিনে ১৪৬ জনের শনাক্তের বিষয়টি উদ্বেগজনক। তাই করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন করতে হবে।

শনাক্ত ২ হাজার ৯৯১ জনের মধ্যে শেরপুর সদর উপজেলায় ১ হাজার ৯০৯, নকলা উপজেলায় ২৯৯, নালিতাবাড়ী উপজেলায় ৩২৮, ঝিনাইগাতী উপজেলায় ১৮৬ ও শ্রীবরদী উপজেলায় ২৬৯ জন রয়েছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। আর ৫৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়