ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

শেরপুরে ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ১৪ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার দুপুরে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বিভেদ ভুলে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে তাদের পক্ষে সকলকে কাজ করার নির্দেশ দেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজদুল হক মিনু, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. দুলাল উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এম এ বারেক তোতা, উপ-প্রচার সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলসহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং ১৪ ইউনিয়নে নৌকা মনোনয়ন পাওয়া চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়