ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শেখ রাসেলের জন্মদিনে কৃতি শিক্ষার্থী সম্মাননা-ল্যাপটপ পেলো শিমু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ১৯ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে কৃতি শিক্ষার্থী সম্মাননা, শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ পুরস্কার পেয়েছে শেরপুরের কৃতি শিক্ষার্থী সীমা আক্তার শিমু।

১৮ অক্টোবর রাজধানী ঢাকার আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে ওই সম্মাননা ও পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। এর মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থী শিমু সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত সংগঠনের সদস্যভূক্ত অসচ্ছল-মেধাবী ১ হাজার শিক্ষার্থীর মাঝে ১ কোটি ৮০ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি বিতরণের আওতায় এক বছরব্যাপী সহায়তা পাবেন।

শিমু শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী উসমান আলী আকন্দ ও আকলিমা খাতুন দম্পতির ৩ মেয়ের মধ্যে দ্বিতীয়। সে স্থানীয় এমএ পাবলিক স্কুলের শিক্ষার্থী হিসেবে শ্রীবরদী উপজেলার ভারেরা এস.পি স্কুল এন্ড কলেজ থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছিল। শিমু বর্তমানে ঢাকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ একাদশ শ্রেণির শিক্ষার্থী। এদিকে শিমুর ওই পুরস্কার প্রাপ্তিতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদসহ সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছেন এমএ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম আধার ও প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস্ সামাদ চৌধুরী এমপি, উপদেষ্টা তরফদার মোঃ রুহুল আমিন ও সিরাজুল ইসলাম মোল্লা।

স্বাগত বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে.এম শহিদ উল্যাহ। সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রকিবুর রহমান।

অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে জেলার নেতা-কর্মীসহ প্রায় এক হাজার ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং প্রতিনিধি হিসেবে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ দীপু সরকারসহ কয়েকজন যোগদান করেন।

সর্বশেষ
জনপ্রিয়