ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শুধু নির্বাচন এলে দেখা মেলে রায়পুরা বিএনপির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ৮ সেপ্টেম্বর ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

নরসিংদীর রায়পুরায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। দলের বিভিন্ন কর্মসূচি পালন না হওয়ায় তৃণমূল কর্মীদের সঙ্গে শীর্ষ নেতাদের বাড়ছে দূরত্ব।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ আসনে মনোনয়ন পান কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের কয়েকজন নেতা-কর্মী বলেন, নির্বাচন এলে শীর্ষ নেতাদের দেখা মেলে। কিন্তু করোনার মতো এমন দুর্দিনেও তাদের পাওয়া যায়নি।

উপজেলা ছাত্রদলের সভাপতি নূর আহমেদ চৌধুরী মানিক বলেন, বিভিন্ন জটিলতার কারণে ছাত্রদলের কার্যক্রম অনেকটা বন্ধই ছিল। ২০১৪ সালের ২০ আগস্ট দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। এরপর আর কোনো কমিটি দেয়া হয়নি। কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ২০১৫ সালের ২ অক্টোবর গঠিত কমিটি দিয়েই এখন পর্যন্ত চলছে। সঠিক সময়ে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দিলে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসতো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, করোনার কারণে সাংগঠনিক কার্যক্রম অনেকটা পিছিয়ে গেছে। কেন্দ্রীয় কিছু কর্মসূচি জেলায় ছোট পরিসরে পালন করা হয়। এতে উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের একত্রিত করা সম্ভব হয় না। তাই শীর্ষ নেতাদের সঙ্গে তৃণমূল কর্মীদের দূরত্ব বেড়েছে।

সর্বশেষ
জনপ্রিয়