ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

শাওমির নতুন ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ৩১ ডিসেম্বর ২০২০  

শাওমির সবচেয়ে দামি ফোন হবে এমআই ১১

শাওমির সবচেয়ে দামি ফোন হবে এমআই ১১

চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি সোমবার ফ্ল্যাগশিপ উন্মোচন করবে। এরই মধ্যে তারা ‘এমআই ১১’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।

শাওমি জানিয়েছে, তাদের অন্যান্য ফোনের চেয়ে ডিভাইসটির দাম বেশি হবে।

ফ্ল্যাগশিপটির পেছনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ছবি তোলার পর প্রসেসিংয়ের জন্য ফোনটি অপটিকাল প্রোসেসের বদলে ডিজিটাল কম্পিউটেশন প্রোসেস ব্যবহার করবে।

ফোনটিতে থাকবে অ্যাডভান্সড ডিসপ্লে টেকনোলজি। এই প্রযুক্তির স্ক্রিন টিভির জন্য ব্যবহৃত হয়ে থাকে। ক্যামেরা ও ব্যাটারিও হবে শক্তিশালী। এর প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৮৮।

এমআই ১১ ফোনটিতে থাকবে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, কোয়াড এইচডি প্লাস স্ক্রিন রেজুলেশন, ১২০ হার্জ রিফ্রেশ রেট। এতে অপারেটিং সিস্টেমে থাকবে অ্যানড্রয়েড ১১। ব্যাটারির শক্তি হবে ৪৭৮০ এমএএইচ, যা সাপোর্ট করবে ৫০ ওয়টের চার্জিং প্রযুক্তি।

ফোনটি পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে।

সর্বশেষ
জনপ্রিয়