ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

লকডাউনে স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড ব্যবহারের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ১৯ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

‘লকডাউন’ পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবশ্যিকভাবে আইডি কার্ড ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সকালে স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

অতি সম্প্রতি এক চিকিৎসকের সঙ্গে পুলিশ কর্মকর্তা ও মেজিস্ট্রেটের বাগবিতণ্ডার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরই প্রেক্ষিতে চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড ব্যবহারের নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদফতর।

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে চলমান ‘সর্বাত্মক লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। এ নিয়ে আজই সিদ্ধান্ত হতে পারে।

সোমবার সকালে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়