ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রমজানের প্রথম দিনে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১৪ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রমজান রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আজ পবিত্র রমজানের প্রথম দিন। রমজানে বান্দার ইবাদত-বন্দেগি প্রার্থনা সহজেই মঞ্জুর হয় আল্লাহর দরবারে। রমজানে পৃথিবীর বুকে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের ঢল নামে।

হজরত সালমান ফারসী (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘এ মাস (রমজান মাস) যার প্রথম ভাগ রহমত, মাঝের ভাগ মাগফিরাত আর শেষ ভাগ হচ্ছে দোজখ থেকে মুক্তি’।

আজকের এই দিনে রোজাদার ধর্মপ্রাণ মুসলমান দিনভর তাওবা ইস্তেগফারের পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়া করবেন। 

উচ্চারণ: ‘আল্লাহুম্মাঝআ’ল সিয়ামি ফিহি সিয়ামিস সায়িমিন; ওয়া ক্বিয়ামি ফিহি ক্বিয়ামিল ক্বায়িমিন; ওয়া নাব্বিহনি ফিহি আন নাওমাতিল গাফিলিন; ওয়া হাবলি ঝুরমি ফিহি ইয়া ইলাহিল আলামিনা ওয়াফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুঝরিমিন।’

অর্থ: ‘হে আল্লাহ ! আমার রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ করুন। আমার নামাজকে প্রকৃত নামাজিদের নামাজ হিসেবে কবুল করুন। গাফিলতির ঘুম থেকে আমাকে জাগিয়ে দিন। হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গোনাহ ক্ষমা করে দিন। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী, আমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দিন।’ 

সর্বশেষ
জনপ্রিয়