ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

রংপুর পেল ২০ হাজার ৪শ’ ভায়েল করোনা ভ্যাকসিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ১ ফেব্রুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে প্রতীক্ষা ফুরালো। রংপুরে এসে পৌঁছালো মহা কাঙ্ক্ষিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘কোভিশিল্ড’। রবিবার (৩১ জানুয়ারি) সকালে রংপুরে এই ভ্যাকসিনের কার্টনগুলো নিয়ে আসে এর আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। তাদের ডিপ ফ্রিজার ভ্যান থেকে কোভিশিল্ডের ১৭টি কার্টন গ্রহণ করেন রংপুরের সিভিল সার্জন  ডা. হিরম্ব কুমার রায় ও ভ্যাকসিন কমিটির সদস্যরা।

সিভিল সার্জন জানান, তাপমাত্রা পরীক্ষার পর এসব ভ্যাকসিন গ্রহণ করা হয়। মোট সতেরোটি কার্টন এসেছে। প্রতিটি কার্টনে আছে ১২শ’ভায়েল। সে হিসেবে রংপুরে এসেছে মোট ২০ হাজার ৪শ’ ভায়েল ভ্যাকসিন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে প্রথম ধাপে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হবে।

তিনি বলেন, প্রথমে স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। সিটি করপোরেশন এলাকার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬টি বুথ এবং ৭ উপজেলার জন্য ৭টি বুথ তৈরি করা হয়েছে। যারা করোনার টিকা প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষণ চলছে, ২/৩ দিনের মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। তিনি আরও জানান, এখন থেকে পর্যায়ক্রমে করোনার টিকা আসবে এবং দেওয়া অব্যাহত থাকবে।

সর্বশেষ
জনপ্রিয়