ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

যুদ্ধবিরতিতে সম্মত আর্মেনিয়া-আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ১০ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংকটময় পরিস্থিতি উত্তরণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে দীর্ঘ ১০ ঘণ্টার বৈঠক শেষে এ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় দেশ দুটি। 

শনিবার সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি দেশটির স্থানীয় সময় শনিবার দুপুর ২টা থেকে কার্যকর হবে। যুদ্ধবিরতি চলাকালে বন্দি বিনিময় ও মরদেহ উদ্ধারের কাজ চলবে। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দেন।

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘাতে এরইমধ্যে প্রাণ হারিয়েছে ৩শ’র বেশি মানুষ। গৃহহীন মানুষের সংখ্যা ছাড়িয়েছে হাজার।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে সংঘাত অবসানের আহ্বান জানালেও আজারবাইজান তা প্রত্যাখ্যান করে আসছিল। শুক্রবার শেষ পর্যন্ত মস্কোর প্রস্তাবে সাড়া দেয় আজারবাইজান।

সর্বশেষ
জনপ্রিয়