ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ২০ মিলিয়ন টিকা চেয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ৬ মে ২০২১  

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমন

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার  পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

এ সময় ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে ৬০ মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চেয়েছি।

তিনি আরো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনতে চেষ্টা চলছে। বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে।

বাংলাদেশকে দেয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে বলে পররাষ্ট্রমন্ত্রী বুধবার জানিয়েছিলেন। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও বাংলাদেশ চালাচ্ছে বলে জানান তিনি।

এর আগে, গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী জানান, আমরা জেনেছি যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার ৬০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন রয়েছে। 

সর্বশেষ
জনপ্রিয়