ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যারা এসএমএস পাবেন তাদেরকেই টিকা নিতে কেন্দ্রে আসার আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ১০ মে ২০২১  

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি

শুধুমাত্র যারা এসএমএস পাবেন তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা নিতে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

সোমবার (১০ মে) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের চট্টগ্রামে যে পরিমাণ ভ্যাকসিন মজুত আছে সেটি ঈদ পর্যন্ত চলবে। প্রথম ডোজ গ্রহণ করা ৭০ শতাংশ ব্যক্তি দ্বিতীয় ডোজ নিতে পারবেন। এটি শুধু আমাদের চট্টগ্রাম না, সারা দেশের জন্য প্রযোজ্য। সারা দেশের মোট ১৬ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাচ্ছেন না। তাদের ঈদের পরেই দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।’

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের আশ্বস্ত করেছেন, ঈদের পর নতুন ভ্যাকসিন আসবে। তখন বাকি সবাইকে দ্বিতীয় ডোজ দেয়া হবে। আমি আবারও বলছি, আপাতত যারা এসএমএস পাবেন, তারাই টিকা কেন্দ্রে আসবেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘চট্টগ্রামে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৩০১ জন। আজ (সোমবার) টিকা প্রদান করা হবে ২১ হাজার ২০০ জনকে।’

সর্বশেষ
জনপ্রিয়