ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ময়মনসিংহের ভালুকায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১১, ১৪ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৩ই নভেম্বর শনিবার সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার।

এসময় আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ সচিব ড. জহিরুল ইসলাম জহির, ভরাডোবা ইউনিয়ন আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মো. সমর আলী, উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক মহসিন খান রতন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আকতার হোসেন খোকা, মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, ভরাডোবা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলম বাবুল, উপজেলা মৎসজীবি লীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকি লিটন, ভালুকা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান, উত্তর রাংচাপরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগমসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ভরাডোবা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ২৫০০ জন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান ছিলো। উল্লেখ্য পর্যায়ক্রমে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ
জনপ্রিয়