ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহের নান্দাইলে ফসলের নিবিড়তা বৃদ্বিকরণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১৪ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্বিকরণ প্রকল্পের আওতায় নন গ্রুপের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

উপ-সহকারী কৃষি অফিসার মো. আমিনুল হকের সঞ্চালনায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের জেলা প্রশিক্ষণ অফিসার ড. নাসরিন আক্তার বানু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া ফেরদৌসি, মো. রেজাউল করিম।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন কৃষক-কৃষাণীর মধ্যে উন্নতমানের বারি সরিষা -৯ জাতের ১ কেজি প্যাকটের সরিষা বীজ প্রদান করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়