ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহের দুই পৌরসভায় বিপুল ভোটার উপস্থিতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ১৬ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কনকনে শীত উপেক্ষা করে ময়মনসিংহের দুই পৌরসভা মুক্তাগাছা ও ফুলবাড়িয়াতে বিপুল পরিমাণ ভোটার উপস্থিতি দেখা গেছে। 

শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার মধ্যেই উপস্থিত হয়েছেন ভোটাররা। আর তাই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন ভোটারদের। ভোট দিতে উন্মুখ হয়ে আছেন তারা। অন্যদিকে দীর্ঘ লাইন পেরিয়ে নির্ধারিত বুথে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে হাসিমুখে ফিরছেন অনেকে। পুরুষের তুলনায় কয়েকগুন বেশি নারী ভোটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পুরুষদের সংখ্যাও। 

সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মুক্তাগাছা পৌরসভার আর. কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, এন. এন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবারুন বিদ্যানিকেতন কেন্দ্র, নিযাম উদ্দিন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায় এমন চিত্র। 

ভোটাররা জানান, পছন্দের প্রার্থীকেই তারা ভোট দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবেই তারা তাদের ভোট দিতে পেরেছেন।   

এ পৌরসভায় ভোটের মাঠে আছেন ৫ মেয়র প্রার্থী, ১৩ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও ৪৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর। এতে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৫৯৯ জন। এর মধ্যে পুরুষ ১৯ হাজার ৫৮৮ জন, নারী ভোটার আছেন ২০ হাজার ১১ জন।

এছাড়াও জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ভোটগ্রহণও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে মেয়র প্রার্থী ৫ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৩৯ জন লড়াই করছেন। এতে ২৩ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে  নারী ১১ হাজার ৯৪২ জন ও পুরুষ রয়েছে ১১ হাজার ৮০১ জন

এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ডিসি মো. মিজানুর রহমান সন্তুষ্টি প্রকাশ করে সাংবাদিকদের বলেন, সুষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। চার প্লাটুন বিজিবি সার্বক্ষণিক টহল দিচ্ছেন। সেজন্য বিপুল উৎসাহ নিয়ে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়