ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ১৮ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং,বাল্যবিবাহ, যৌতুক, অপহরণ সহ সকল প্রকার নারী নির্যাতনের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্বরে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসাবে ১৭ অক্টোবর সকাল ১০টায় অলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডি আইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ (বি পি এম) এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম পি। অতিরিক্ত পুলিশ সুপা জৈয়িতা শিল্পী এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলান্দাজ বাবেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোডের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডি আইজি ড, আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর সভাপতি এবং জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম ( সি আই পি),

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আঃ রহমান আল হোসাইন তাজ, বীর মুক্তিযোদ্ধা আঃ রব, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, মহিলা আওয়ামীলীগ নেত্রী ডাঃ শামসুন্নাহার পারভীন প্রমুখ।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক হারুন অর রশিদ হারুন। এসময় সমাবেশে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর বিভিন্ন ওয়াডের কাউন্সিলর বৃন্দ, বিট পুলিশিং নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, আইনজীবী, সাংবাদিক, নারী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।

এ ছাড়াও পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ ফিরোজ তালুকদার, ১নং পুলিশ ফাঁিড়র ইনচার্জ মো: দুলাল উদ্দিন আকন্দ সহ পুলিশ প্রশাসন উচ্চপদস্থ কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়