ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহ শিক্ষক সমিতির সভাপতি কবির ও সদস্য সচিব আনোয়ার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:০৬, ২১ অক্টোবর ২০২০  

ভাবখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার কবিরকে সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নতুন আহবায়ক কমিটির পরিচিতি সভা আগামী ২১ অক্টোবর বুধবার সাড়ে ১০টায় নগরীর নাসিরাবাদ কলেজিয়েট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সফল সভাপতি আবু বকর সিদ্দিক। উক্ত সভায় সংশ্লিষ্টদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন আহবান জানিয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যগণ হলেন- মোছাঃ সামছুন্নাহার বেগম প্রধান শিক্ষক মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয় সদর, মোঃ চাঁন মিঞা প্রধান শিক্ষক প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল সদর, মোঃ জাফর আহাম্মদ চৌধুরী প্রধান শিক্ষক ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয় সদর, মোঃ আজিজুল হক প্রধান শিক্ষক নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় গৌরীপুর, অভিনাশ চন্দ্র দাম প্রধান শিক্ষক পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় ত্রিশাল, আতা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমীন প্রধান শিক্ষক নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় সদর, এ.কে.এম সায়ফুল ইসলাম কাজল প্রধান শিক্ষক পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় ফুলবাড়ীয়া, মোঃ শরাফ উদ্দিন প্রধান শিক্ষক মরিচারচর উচ্চ বিদ্যালয় ঈশ্বরগঞ্জ, মোঃ খালিদ হিল্লোল প্রধান শিক্ষক বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় সদর, মোঃ আব্দুল কাদের প্রধান শিক্ষক রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয় গফরগাঁও, মোঃ আব্দুর রশিদ প্রধান শিক্ষক পুরুড়া মডেল জুনিয়র হাই স্কুল ভালুকা, এস.এম আজহারুল ইসলাম প্রধান শিক্ষক জারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ফুলপুর, মোঃ ইসমাইল হোসেন প্রধান শিক্ষক গোয়াতলা উচ্চ বিদ্যালয় ধোবাউড়া, মোঃ হাফিজুর রহমান প্রধান শিক্ষক বারই হাটি এ.কে উচ্চ বিদ্যালয় পাগলা, এস.এম শহীদুজ্জামান প্রধান শিক্ষক চাড়িয়া উচ্চ বিদ্যালয় তারাকান্দা, হাবুল চন্দ্র গুহ পাল প্রধান শিক্ষক ঘাসিগাঁও উচ্চ বিদ্যালয় হালুয়াঘাট, মোহাম্মদ আব্দুল কদ্দুস প্রধান শিক্ষক জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় সদর, মোঃ নাজমুল আহসান প্রধান শিক্ষক প্রবাহ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় সদর ও মোহাম্মদ আলী ভূট্টো সহকারী শিক্ষক খেরুয়াজানী উচ্চ বিদ্যালয় মুক্তাগাছা।
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মোঃ কাওছার আহমেদ কর্তৃক গত ১৭ অক্টোবর স্বাক্ষরিক আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন। এই কমিটি নিয়মিত কমিটির অনুরূপ সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে এবং এই কমিটিকে ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে বলা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখা নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে না পারায় বাংলাদেশ শিক্ষক সমিতির গঠনতন্ত্রেও ১৬এর (ঝ) ধারা মোবাবেক এই আহবায়ক কমিটির গঠন করা হয় বলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মোঃ কাওছার আহমেদ পত্রে জানান।

সর্বশেষ
জনপ্রিয়