ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মোহনগঞ্জ পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী এডভোকেট লতিফুর রহমান রতন নির্বাচিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ১৭ জানুয়ারি ২০২১  

এডভোকেট লতিফুর রহমান রতন

এডভোকেট লতিফুর রহমান রতন

দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন ৯ হাজার ৪ শত ৪৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রিটানিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, মোহনরগঞ্জ পৌরসভার মোট ভোটার হচ্ছে ২১ হাজার ৪ শত ৪ জন। এর মধ্যে নারী ১০ হাজার ৯ শত ৯১ জন আর পুরুষ ১০ হাজার ৪ শত ১৩ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ হাজার ৪ শত ৪ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৪ শত ৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন নৌকা প্রতিক নিয়ে ৯ হাজার ৪ শত ৪৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তাহমিনা পারভীন বিথী নারিকেল গাছ প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩ শত ৮৪ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুন নবী শেখ ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ২২ ভোট, আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী চৌধুরী কামাল আবু হেনা মোস্তফা সেতু মোবাইল প্রতিক নিয়ে পেয়েছেন ১৪৩ ভোট।

সর্বশেষ
জনপ্রিয়