ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মোবাইল ব্যাংকিং এ নতুন রেকর্ড টাকা লেনদেনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ৯ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেনের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত এপ্রিলে ৬৩ হাজার ৪৭৯ কোটি টাকা লেনদেন হয়েছে; যা নতুন রেকর্ড।

চলতি বছরের মার্চ মাসের তুলনায় এপ্রিলে লেনদেন ৬ দশমিক ৪ শতাংশ বেশি হয়েছে। গত বছরের এপ্রিলের তুলনায় এ লেনদেন বেড়েছে ১১৯ শতাংশ।

এর আগে গত বছরের জুলাই মাসে এমএফএস এর মাধ্যমে সর্বোচ্চ ৬২ হাজার ৯৯৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশে কার্যরত ১৫টি এমএফএস প্রতিষ্ঠানের নিবন্ধিত গ্রাহক সংখ্যা এ বছরের এপ্রিল শেষে ৯ কোটি ৬৪ লাখ ৭৬ হাজারে দাঁড়িয়েছে। এপ্রিলে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ২ হাজার ১১৫ কোটিতে। এ সময় এমএফএসের মাধ্যমে ২১২ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। এমএফএসের মাধ্যমে ইউটিলিটি বিল, বৃত্তির টাকা, বিভিন্ন ধরনের ভাতার অর্থ দেয়া হয়।

দেশের বৃহত্তম এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, এপ্রিলে সর্বোচ্চ লেনদেন হওয়ার পর ধারণা করছি যে সর্বস্তরের মানুষ ক্রমবর্ধমান এমএফএস সেবা সাদরে গ্রহণ করেছে এবং ব্যবহার করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদুল-ফিতর ও পহেলা বৈশাখ উদযাপনের জন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেন বেশি করেছেন। তাই এপ্রিলে এমএফএস মাধ্যমে লেনদেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

মানুষের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সরকারও এমএফএসকে গুরুত্ব দিচ্ছে। এ অবস্থায় এ খাতের প্রতিষ্ঠানগুলোর করপোরেট কর বাড়ানোর বিষয়টি যৌক্তিক নয় বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

সর্বশেষ
জনপ্রিয়