ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মালয়েশিয়ায় আবারও দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ৬ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সংক্রমণ ভয়াবহ রকম বৃদ্ধি পাওয়ায় মালয়েশিয়ায় আবারও দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এর আগে মালয়েশিয়ায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) ঘোষণা করা হয়েছিল। যা ১৭ মে শেষ হওয়ার কথা ছিল।

সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, দেশটির সেলাঙ্গর রাজ্যের ৬টি জেলা- হুলু লাঙ্গাত, পেতালিং, গোম্বাক, ক্লাং, কুয়ালা লাঙ্গাত ও সেপাং জেলাকে ১২ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে যা ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আগামী ৭ মে থেকে ২০ মে পর্যন্ত রাজধানী কুয়ালালামপুর, তেরেংগানু রাজ্যের ১৪টি উপজেলা যেমন; কাম্পুং রাজা, লুবুক কাওয়াহ, পেলাগাত, তেনাং, কেলুয়াং, বুকিত কেনাক, কুবাং বেম্বান, জাবি, কেরান্দাং, পেংকালান নাংকা, পাসির আকার, তেম্বিলা, বুকিত পুতেরি, কুয়ালা বেসাত ও জোহর রাজ্যের ৩টি জেলা যেমন; জোহর বারু, কুলাই, কোতা টিঙ্গি, এছাড়া পেরাক রাজ্যের তাইপিং, লারুত, মাতাং ও সেলামা’কে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এছাড়া কুয়ালালামপুর এবং পুত্রজায়ার ফেডারেল টেরিটরিতে শিক্ষা মন্ত্রণালয়ের (এমওই) অধীনে সমস্ত স্কুল ৬ এবং ৭ মে বন্ধ থাকবে। একই সঙ্গে সেলাঙ্গর প্রদেশের সমস্ত স্কুল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (৫ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির ওপর ভিত্তি করে জাতীয় সুরক্ষা কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি দেশটির আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের ওপর চলমান নিষেধাজ্ঞা বহাল থাকবে।

জনসমাগমের ওপর চলমান নিষেধাজ্ঞার মধ্যেই শর্তসাপেক্ষে শহরের রেস্টুরেন্ট খোলা রাখার অনুমতি দিলেও সেক্ষেত্রে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, কিংবা সেখানে আড্ডা জমানো যাবে না।

রেস্টুরেন্ট ও অন্যান্য দোকানগুলোর শর্তের মধ্যে রয়েছে, খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানো; রেস্টুরেন্টকে কেন্দ্র করে আড্ডা না দেওয়া; খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলা; প্রবেশ পথে হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজেশন ব্যবস্থা, ক্রেতা এবং বিক্রেতাদের মুখে মাস্ক পরা, শরীরের তাপমাত্রা পরিমাপ করানো (মাই সেজাহতেরা) অ্যাপে চেক ইন করার মতো জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এমকেএন) নির্ধারণ করে দেয়া সাধারণ কর্মপদ্ধতিগুলো (এসওপি) মানতে হবে এবং খাবার পার্সেলে স্বাস্থ্যবিধি মেনে চলা।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৩৭৬ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৫৯১ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪৬ জন।

সর্বশেষ
জনপ্রিয়