ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২০  

মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে টাইগার ক্রিকেটাররা।  শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে গতকাল সফর স্থগিত হয়ে যায়। তবে পরের দিনই আরেক সুখবর পেলো বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সিরিজটি মাঠে গড়াবে আগামী বছরের মার্চ মাসে। সিরিজের ছয়টি ম্যাচ আয়োজিত হবে ছয়টি ভেন্যুতে।

ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
ডিসেম্বর ও জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে কিউইরা। ফেব্রুয়ারিতে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। মার্চ মাসে বাংলাদেশ দলকে আতিথেয়তা দেবে ব্ল্যাকক্যাপ্সরা। 

সিরিজের প্রথম ম্যাচটি হবে ২০২১ সালের ১৩ মার্চ। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সফরটি। সিরিজের বাকি দুইটি ম্যাচ হবে ১৭ মার্চ ও ২০ মার্চ। ম্যাচগুলো হবে যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ মার্চ। ম্যাচটি হবে নেপিয়ারে। পরের দুইটি ম্যাচ হবে অকল্যান্ড ও হ্যামিল্টনে যথাক্রমে ২৬ মার্চ ও ২৮ মার্চ।

একনজরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরজের সূচি:

    তারিখ                       ম্যাচ                      ভেন্যু

১৩ মার্চ,২০২১          ১ম ওয়ানডে              ডানেডিন

১৭ মার্চ, ২০২১         ২য় ওয়ানডে              ক্রাইস্টচার্চ

২০ মার্চ, ২০২১         ৩য় ওয়ানডে            ওয়েলিংটন

২৩ মার্চ, ২০২১        ১ম টি-টোয়েন্টি           নেপিয়ার

২৬ মার্চ, ২০২১       ২য় টি-টোয়েন্টি            অকল্যান্ড

২৮ মার্চ, ২০২১        ৩য় টি-টোয়েন্টি           হ্যামিল্টন

সর্বশেষ
জনপ্রিয়