ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মানুষের মাঝে মানবিক সহায়তা নিয়ে আব্রুয়ান ফাউন্ডেশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ১৩ ডিসেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের (কোভিড-১৯) মানবিক সঙ্কটে এবং শীতে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে দেশের বিভিন্ন অঞ্চলেব দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা নিয়ে এসেছে বেসরকারি সাহায্য সংস্থা আব্রুয়ান ফাউন্ডেশন।

শনিবার রাজধানীর শেওড়াপাড়ায় সংস্থাটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর রশিদ বলেন: গত কয়েক বছর যাবৎ সংস্থাটি প্রাকৃতিক দুর্যোগে ভূমিহীনদের সহায়তা, শীতকালীন বস্ত্র বিতরণ, কর্মহীনদের পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা, অসহায়দেরকে সুদবিহীন ঋণ প্রদান করে আসছি।

তিনি আরো বলেন: কোভিড-১৯ এবং শীতের প্রকোপে আমরা দেশের প্রতান্ত্য অঞ্চলে যেমন ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহসহ দেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের আরো কয়েটি জেলায় ১ ডিসেম্বর থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে, চলবে জানুয়ারির শেষ পর্যন্ত।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ফাউন্ডার হারুন-অর রশিদ ও কামরুন্নেসা ফারুক মিনু সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে মালয়েশিয়ার সমাজ সেবিকা এবং শিক্ষাবিদ ফরিদা বিনতে জামাল উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের শিশু সার্জন বিশেষজ্ঞ ডাঃ রোকনুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়