ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানসিক রোগের লক্ষণ, প্যারালাইসিস ভেবে ভুল করবেন না

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ১৩ সেপ্টেম্বর ২০২২  

মানসিক রোগের লক্ষণ, প্যারালাইসিস ভেবে ভুল করবেন না

মানসিক রোগের লক্ষণ, প্যারালাইসিস ভেবে ভুল করবেন না

হার্টের অসুখ ভেবে বারবার ইসিজি ও ইকো-কার্ডিওগ্রাম করছেন হয়তো! মাথা ঝিমঝিম করছে-মানে স্ট্রোক করে ফেলবে। হাত-পা অবশ হয়ে আসছে মনে হতে পারে প্যারালাইসিস হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এসব মানসিক রোগের লক্ষণ হতে পারে।

মানসিক রোগের লক্ষণগুলো জেনে নিন:

>> হঠাৎ করে বুক ধড়ফড় করা 
>> শ্বাসকষ্ট দেখা দেওয়া
>>মাথা ঝিমঝিম করা
>> দম বন্ধ হয়ে আসা
>> বড় বড় করে হাঁপানি রোগীর মতো শ্বাস-প্রশ্বাস নেয়া
>> হাত-পা অবশ হয়ে আসা এবং শরীরের কাঁপুনি হওয়া
>> বুকের মধ্যে চাপ লাগা এবং ব্যথা অনুভব করা
>> হঠাৎ পেটের মধ্যে একটা মোচড় দেয়
>> হাত-পা অবশ হয়ে যায়
>> পেটের মধ্যে অস্বস্তি বোধ লাগা ও গলা শুকিয়ে আসা

 এসব লক্ষণ দেখা দিলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত।

সর্বশেষ
জনপ্রিয়