ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্য বিক্রয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ২৬ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তা প্রদানের জন্য খাদ্য অধিদপ্তরের পরিচালনায় বিশেষ ওএমএস (খোলা বাজারে) খাদ্যশস্য চাল ও আটা নগরীর গঙ্গাদাস গুহ রোডে সরকার কর্তৃক নির্ধারিত কেজি প্রতি চাল ৩০ টাকা ও কেজি প্রতি আটা ১৮ টাকা মূল্যে ৫ কেজি চাল ও আটা জনপ্রতি বিক্রয় করা হয়।

খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ জহিরুল ইসলাম। এ সময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হামুনুর রেহমান সরকার, সদর খাদ্য পরিদর্শক শরিফা আক্তার শিমু উপস্থিত ছিলেন। উল্লেখ্য চাল ও আটা স্বল্প মূল্যে ক্রয় করতে পেয়ে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের মাঝে খুশির বন্যা বইছে। খাদ্য অধিদপ্তরের পরিচালনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের মাঝে এ খাদ্যশস্য বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সর্বশেষ
জনপ্রিয়