ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মনোনয়ন ও কমিটি বাণিজ্য, ক্ষোভে ফুঁসছে বিএনপির তৃণমূল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১৫ অক্টোবর ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

উপ-নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন ও কমিটি বাণিজ্যের অভিযোগে অশান্ত হয়ে পড়েছে বিএনপি। দলের তৃণমূলের নেতা-কর্মীরা মনোনয়ন ও কমিটি বাণিজ্য নিয়ে এখন প্রকাশ্যেই মুখ খুলেছেন। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন তারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে এরইমধ্যে ডিম ও পাথর নিক্ষেপের অভিযোগে ১২ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঢাকার দুই মহানগরীসহ সব মহানগরীর কমিটি ভেঙে দেয়ার প্রক্রিয়ায় সারাদেশে ক্ষোভে ফেটে পড়েছে দলের তৃণমূল নেতা-কর্মীরা। 

উত্তরা থানা বিএনপির ১২ জনের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে তারা। তা না হলে মির্জা ফখরুল ইসলামকে উত্তরা থেকে বহিষ্কারের হুমকিও দেয়া হয়েছে। 

জানা গেছে, বিএনপির একাধিক নেতা উত্তরা এবং যাত্রাবাড়ী আসনে মনোনয়ন বাণিজ্য করেছেন। ঢাকা-৫ আসনে মনোনয়নের জন্য মির্জা ফখরুলকে নগদ ১৫ লাখ টাকা দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ফখরুলের গাড়িতে উঠে ওই টাকার প্যাকেট হস্তান্তর করা হয়। 

এছাড়া উত্তরায় মনোনয়নের জন্য ফখরুলকে ২০ লাখ টাকা দিয়েছেন এস এম জাহাঙ্গীর। শুধু ফখরুল একা নয়, বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়- এই তিন নেতাও মনোনয়ন দেয়ার আশ্বাসে টাকা নিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, বিএনপি নেতারা টাকা ছাড়া কিছুই বুঝে না। তাদের সঙ্গে দেখা করতে গেলেও প্যাকেট নিয়ে যেতে হয়।

অন্য আরেক নেতা বলেন, নজরুল ইসলাম খানের বাসায় খালি হাতে যাওয়া যায় না। ফলমূল, শাকসবজি ও মাছ- মুরগি নিয়ে যেতে হয়। তা না হলে তিনি সন্তুষ্ট হন না। 

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক নেতা বলেন, দেখা করার কথা জানাতে গয়েশ্বর দাদাকে ফোন করেছিলাম, তিনি বললেন; একটা বোতল নিয়ে আসো। এই হল বিএনপি নেতাদের চরিত্র। 

জানতে চাইলে পরিচয় গোপন করার শর্তে এক সময়ের বিএনপি শীর্ষ প্রভাবশালী এক নেতা বলেন, বিএনপি নেতাদের এখন আয়-রোজগারের অন্যতম প্রধান উপায় হলো কর্মীদের পকেট কাটা।

তিনি বলেন, এখন রিজভীও টাকা চায়। এসব কারণে বিএনপির তৃণমূলের কর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা এখন প্রতিবাদ করেছে। শুনেছি পার্টি অফিস ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছেন তারা, খুব শিগগিরই এ ব্যাপারে কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়