ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভ্যান ছিনিয়ে নিতে পেপসির সঙ্গে বিষ খাইয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৭, ৪ জুলাই ২০২২  

পাবনার চাটমোহরে পেপসির সঙ্গে বিষ খাইয়ে ভ্যানচালককে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ৩৭ বছর বয়সী রবীন্দ্রনাথ হালদার চাটমোহর উপজেলার বামনগ্রামের গোপেশ্বর হালদারের ছেলে। জামিন নিয়ে তিনি পলাতক রয়েছেন। নিহত নুরুল ইসলাম মণ্ডল একই উপজেলার পুরান ধানবিলার শুকর আলী মণ্ডলের ছেলে।

মামলার বিবরণ দিয়ে আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক জানান, ২০১২ সালের ১০ অক্টোবর ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন নুরুল। রাতে বাড়িতে না ফেরায় পরদিন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। পরে ১৪ অক্টোবর চাটমোহর থানায় বিষয়টি জানান তারা। এ সময় পাশের ভাঙ্গুড়া থানায় একটি মরদেহ উদ্ধারের খবর দেন ওসি। পরে ভাঙ্গুড়া থানায় গিয়ে নুরুলের ছবি দেখে লাশ শনাক্ত করেন স্বজনরা। এর আগেই নুরুলের লাশ ভাঙ্গুড়ার শরৎনগর রেলস্টেশন থেকে উদ্ধার করে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।

পরদিন গ্রামের এক ব্যক্তির মাধ্যমে রবীন্দ্রনাথ হালদারের সঙ্গে ভ্যানচালক নুরুলের বাজারে যাওয়ার কথা জানতে পারেন স্বজনরা। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার কথা শিকার করেন রবীন্দ্রনাথ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবীন্দ্রনাথ জানান, ভ্যান ছিনতাইয়ের জন্য নুরুলের ভ্যানে ওঠেন তিনি। পথে পেপসির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে তাকে হত্যা করেন। পরে লাশটি শরৎনগর রেলস্টেশনের পাশে ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় চাটমোহর থানায় হত্যা মামলা করেন নিহতের ভাই মো. সেলিম মণ্ডল। মামলা তদন্তের পর চার্জশিট দাখিল ও দীর্ঘ শুনানি শেষে প্রায় ১০ বছর পর এ রায় দেয় আদালত।

সর্বশেষ
জনপ্রিয়