ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভালুকায় ১৯৯টি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ২৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভালুকায় নন্দিত প্রকল্পের ১৯৯টি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি কোরবানির গরুর গোস্ত বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। রাংচাপড়া নন্দিত প্রকল্পে গোস্ত বিতরণের উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি সদস্য, ইউনিয়ন ভূমি সহকারী ও গ্রাম পুলিশের মাধ্যমে এ সব গোস্ত বিতরণ করা হয়।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, ‘আত্মত্যাগ ও মানবতার কল্যাণে উদযাপন হোক পবিত্র ঈদ-উল-আযহা।

বৈশ্বিক এ দুর্যোগের সময় অনেকেই খুব কষ্টে আছেন। নন্দিত প্রকল্পে বসবাসরত নিম্ন আয়ের মানুষদের সাথে একটু ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেড়ে আমার খুব ভালো লাগছে।

সর্বশেষ
জনপ্রিয়