ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভালুকায় বিধিনিষেধ না মানায় ৩৩ জনকে জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ২৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ অমান্য করায় স্থানীয় প্রশাসন ৩৩ জনকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছে। যারা অযথায় ঘুরা ফেরা করেছে তাদেরকে সেনা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয় সে জন্যে সর্তক করে ছেড়ে দিয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসনের কর্মকর্তা,পুলিশ ও সেনা বাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে। মহাসড়কে কিছু অটো রিকসা সিএনজি চলাচল করছে। বাস স্ট্যান্ডে গাড়ীর জন্য যাত্রীরা অপেক্ষা করছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জনসমাগম এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বিধিনিষেধ না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সালমা খাতুন পথচারী মোটর বাইক আরোহীদের বিভিন্ন পরিমাণে অর্থদন্ড করেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সালমা খাতুন বলেন লকডাউন না মানা ও সরকারী বিধিনিষেধ না মেনে অযথা ঘুরাফেরা করার কারণে রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল আইন/২০১৮ অনুসারে ৩৩জনকে ২৯হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়