ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে রপ্তানিতে অভাবনীয় অগ্রগতি বাংলাদেশের

নিজস্ব ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ৪ মার্চ ২০২১  

অনলাইন ছবি

অনলাইন ছবি

এক দশকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে রপ্তানিতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। বুধবার তারা তাদের এক সংবাদ জরিপ বিশ্লেষণে এমন তথ্য প্রকাশ করে।

বিশেষ প্রতিবেদনে মাইক বার্ড লিখেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে।শুরুতেই তিনি বলেন, এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ পেয়েছে দেশটি, যা অর্থনৈতিক উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

দক্ষিণ এশিয়ার জন্য বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে উন্নয়নের মডেল। উন্নত দেশে পরিণত হতে দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম যে স্তরগুলো অতিক্রম করেছে, তাই দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও।

সর্বশেষ
জনপ্রিয়