ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বড়াইগ্রামে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন বিভাগীয় অতিরিক্ত কমিশনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ১ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

“মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না” মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য সারাদেশের ন্যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ঘর পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জিয়াউল হক। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার উপলশহর আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসরত মানুষদের সাথে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন। 

এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ রাজ্জাক, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ
জনপ্রিয়