ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২৪ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান।

ইউএনও মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাস ভূঁইয়া প্রমুখ।

জানা গেছে, ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে পাঁচ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ, ১০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়েছে। এছাড়া ৪ হাজার ৮০০ জনকে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিনামূল্যে দেওয়া হয়েছে।

এর আগে, ২৭ অক্টোবর ১ হাজার ৩৮০ জন কৃষককে বিনামূল্যে সরিষা, গম, সূর্যমুখী, ভুট্টা, পেয়ারা বীজ এবং রাসায়নিক সার দেওয়া হয়েছিল।

সর্বশেষ
জনপ্রিয়