ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ব্যাচেলরদের ঘরে নির্মাতা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ২৭ ডিসেম্বর ২০২০  

‘বোরহান ভাই’ চরিত্রে নির্মাতা শরাফ আহমেদ জীবন

‘বোরহান ভাই’ চরিত্রে নির্মাতা শরাফ আহমেদ জীবন

শুরু থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা কাজ করছে। আর পরিচালক কাজল আরেফিন অমি দর্শকদের এই উত্তেজনা ধরে রাখতে প্রতিনিয়তই যোগ করছেন নতুন মুখ। তারই ধারাবাহিকতায় এবার ‘বোরহান ভাই’ নাম নিয়ে এন্ট্রি নিলেন নির্মাতা শরাফ আহমেদ জীবন! 

ইতোমধ্যে তার অভিনীত কয়েক পর্ব প্রচারের পর বেশ ভালো সাড়া পড়েছে। নাটকটির নিয়মিত দর্শকরা বলছেন, ‘বোরহান ভাই’ চরিত্রটি ‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন মাত্রা যোগ করেছে।

শরাফ আহমেদ জীবন মূলত নির্মাতা। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ছবিয়াল’ টিমের অন্যতম সদস্য তিনি। ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’সহ একাধিক দর্শকপ্রিয় নাটকের স্রষ্টা শরাফ আহমেদ জীবন। এর আগে শরাফ আহমেদ জীবন দীর্ঘ সিরিয়ালে অভিনয় করেননি। বললেন, পরিচিতরা ডাকলে, মজার কিছু থাকলে ছোটখাটো চরিত্রে কাজ করি। সিরিয়ালে কাজ করা হয়নি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে জীবন বললেন, অমির সঙ্গে পরিচয় আগে থেকেই। ইফতেখার ফাহমীর সহকারী থাকাকালীন তাকে চিনি। সম্পর্কটা বড়ভাই-ছোটভাইয়ের মতো।

অমি বলেন, ২০১০ সালে জীবন ভাইয়ের সহকারী হিসেবে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু হয়নি। তখন তিনি আমাকে কিছু পরামর্শ দিয়েছিলেন। পরে ইফতেখার ফাহমী ভাইয়ের সঙ্গে কাজ করেছি। তখন থেকে জীবন ভাইয়ের প্রতি আমার সফটকর্নার ছিল। ১০ বছর পর সেই জীবন ভাই আমার নির্দেশনায় কাজ করছেন এটা আমার জন্য একটি অ্যাচিভমেন্ট বলে মনে করি। পাশাপাশি অভিনয় করার সময় জীবন ভাইয়ের দিকে তাকালে বুঝতে পারি উনিও আমার নির্দেশনা খুব উপভোগ করেন।

মোশন রকের ব্যানারে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ বৃহস্পতিবার থেকে শনিবার সপ্তাহে তিনদিন প্রচার হচ্ছে ধ্রুব টিভির ইউটিউবে। সিজন থ্রি-তে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষি আলম, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল শর্মা, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন ও পাভেল।

সর্বশেষ
জনপ্রিয়