ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বেপরোয়া প্রিন্স, নেতা শূন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ৩ ডিসেম্বর ২০২০  

এমরান সালেহ প্রিন্স

এমরান সালেহ প্রিন্স

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অনুপস্থিতিতে দলের দফতর সম্পাদকের দায়িত্ব পান এমরান সালেহ প্রিন্স। আর দায়িত্ব পেয়েই বেপরোয়া হয়ে ওঠেছেন প্রিন্স। এ কারণে নেতা শূন্য হয়ে পড়ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

জানা গেছে, সরাসরি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ থাকায় খালেদাপন্থী সিনিয়র নেতাদের অপদস্থ ও অপমান করছেন প্রিন্স। প্রিন্সের ঔদ্ধত্যপূর্ণ আচরণে দলীয় অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন দলের সিনিয়র নেতারা। ফলে নেতা-কর্মী শূন্য হয়ে পড়েছে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়।

বিএনপির একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, রিজভীর অনুপস্থিতিতে গত কিছুদিন ধরে নয়াপল্টনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। রিজভী সুস্থ থাকাকালীন প্রায় প্রতিদিন গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করতেন। তার সেই সংবাদ সম্মেলনে দলের অনেক ভাইস-চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম-মহাসচিব এবং সম্পাদকমণ্ডলীর সদস্যদের উপস্থিতি দেখা মিলত। কিন্তু সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে দায়িত্ব দেয়ার পর থেকেই প্রায় এক প্রকার নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। আগের মত নেতাকর্মীদের পদচারণা নেই। দায়িত্ব নেয়ার পর থেকে চার থেকে পাঁচটি সংবাদ সম্মেলন করেছেন প্রিন্স। তার সংবাদ সম্মেলনে হাতে গোনা দু-একজন সম্পাদক এবং সহ-সম্পাদকের বাইরে কাউকে দেখা যায়নি।

আগে রিজভী ইনিয়ে-বিনিয়ে সংবাদ সম্মেলনে নানা মিথ্যাচার করতেন। প্রিন্স রিজভীর মতো সংবাদ সম্মেলন জমাতে পারেন না বলে একটি সূত্র জানিয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের একজন কর্মকর্তা বলেন, সংস্কারপন্থী প্রিন্স দায়িত্ব পেয়েই বেপরোয়া হয়ে উঠেছেন। দলের মুখপাত্রের ভূমিকা পালন করতে গিয়ে যেনো ক্ষমতার দণ্ড হাতে পেয়েছেন তিনি। মন চাইলে তিনি প্রেস ব্রিফিং করেন, নতুবা অফিসে বসে নিজের কাজ করেন।

তিনি বলেন, শুরুর দিকে সিনিয়র নেতারা এলে তাদের পাত্তা দিতেন না প্রিন্স। দুর্ব্যবহারও করেছেন একাধিক খালেদাপন্থী সিনিয়র নেতার সঙ্গে। যার কারণে সম্মান বাঁচাতে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যাচ্ছেন না খালেদার পছন্দের নেতারা। আর সিনিয়ররা না আসায় দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের নেতারা দলীয় কার্যালয়ে আসছেন না। ফলে জনশূন্য হয়ে পড়েছে বিএনপির দলীয় কার্যালয়।

গত ১৩ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে যোগদানের পর অসুস্থ হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শেষ পর্যন্ত তার হার্টে রিং পরানো হয়েছে। তিনি এখন সুস্থ ও বিশ্রামে রয়েছেন। এরপর থেকেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দফতরের দায়িত্ব পালন করছেন দলের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়